• উপজেলা প্রতিষ্ঠান সমূহ
  • |
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined variable: ub

    Filename: views/header.php

    Line Number: 1127

    লগ ইন

বল্লা বালিকা উচ্চ বিদ্যালয়

বল্লা, কালিহাতী, টাংগাইল।

প্রতিষ্ঠান পরিচিতি

Responsive image

বিদ্যালয়পরিচিতি

  টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতী উপজেলার ৯নং বল্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী বল্লা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লাঙ্গুলিয়া নদীর পশ্চিম তীরে প্রাকৃতি সৌন্দয্যমন্ডিত মনোরম পরিবেশে ১৯৭২ খ্রিষ্টাব্দে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীরোত্তম) স্থানীয় মুক্তিযুদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে .৮৪ একর ভূমির উপর বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বল্লা বাজার থেকে পূর্বদিকে ০.৫ কিলোমিটার দুরে বিদ্যালয়ের অবস্থান। এলাকার নারী শিক্ষা ও নারী মূক্তির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। পাঁকা সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত একটি ৩ তলা, একটি ১ তলা পাকা ভবন ও একটি কাঁচা ভবন এবং ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শরীর চর্চা ও খেলাধুলার মাঠ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক।

ইতিহাস(সংক্ষিপ্ত)

বিশাল জনগোষ্ঠির অর্ধেক নারী। নারী সমাজকে অন্ধকারে কর্মবিমূখ  রেখে সমাজ তথা দেশের উন্নয়ন অসম্ভব। তাদের মধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা আলো প্রজ্বলিত করার প্রযোজনীয়তা অনুভব করে এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে নারী শিক্ষার জাগরন সৃষ্টি করতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী(বীরোত্তম)স্থানীয় মুক্তিযুদ্ধা ও শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন বিদ্যালয়টি বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও প্রতিকুলতার মধ্যে থেকেও সমাজে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছ্। প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়টি দরিদ্র মেধাবী ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ স্কুল বৃত্তি প্রদানের ব্যবস্থা করে আসছে। আর্থিক,সামাজিক ও বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূর করে নারী প্রতিভা ও ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে আত্ননির্ভর ও দক্ষ সুনাগরিক গড়ে তোলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বল্লা বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রধান শিক্ষক

গুরুত্বপূর্ণ লিঙ্ক


ডাউনলোড লিংক