• EIIN NO : 114303
  • |
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined variable: ub

    Filename: views/header.php

    Line Number: 1127

    লগইন

নরদহি উচ্চ বিদ্যালয়

নরদহি, সল্লা, কালিহাতী, টাঙ্গাইল
  • আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আমাদের ওয়েবসাইটের কারিগরি মান উন্নয়নের কাজ চলছে। আমরা দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে ওয়েবসাইটিকে সম্পূর্ণরুপে কার্যকর করার জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি।

সভাপতির বানী

Responsive image

সম্মানিত অভিভাবকবৃন্দ ।
আসসালামু আলাইকুম।
শিশুরা ফুলের মত পবিত্র তাদের প্রত্যেকের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে । উক্ত প্রতিভা বিকশিত করার জন্য সঠিক দিক নির্দেশনা একান্ত প্রয়োজন। বর্তমান বিশ্বের স্যাটেলাইট ও ডট - কমের অগ্রগতিতে বিশ্বায়নের জটিল এক জলস্রোতে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তরুণ ও যুব সমাজের কাছ থেকে কেড়ে নিচ্ছে উচ্ছ্বাসে আনন্দে উদীপ্ত হবার সরল বাসনা। বলা যায় , টিস্যু কালচারের অমিত শক্তির কাছে যেমন পরাজিত হচ্ছে পুষ্পের প্রাকৃতিক মৌলিক সৌরভ । তথাপি বিশ্বজুড়ে আজ অন্যায় ও অশান্তির কালো ধোঁয়ায় চেয়ে গেছে সব। আজকের এই বিশ্ব চূড়ান্ত সভ্যতার উৎকর্ষ লাভ করলে ও সারা বিশ্বেই যেন অশান্তি , অশৃঙলা , অরাজকতা ও পারস্পরিক শ্রদ্ধাহীনতা হিংস্রতা বিরাজমান । আমি মনে করি , মূলত আদর্শ আছে সেখানে উন্নত ‍শিক্ষা পদ্ধতি নেই । শিশু , কিশোর , তরুণ ও যুব সমােজকে সময়ের এই অস্থির বাঁক থেকে ফিরিয়ে এনে চিরন্তন সুস্থ , সুন্দর , শাশ্বত জীবনে বোধ তৈরী করে দেবার দায়িত্ব শিক্ষকদের।
আর এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই বাংলা , ইংরেজি , ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমকালীন জ্ঞান বিজ্ঞান , তথ্য প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সেই অঙ্গিকার নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সুবাস সকল শিশুর মাঝে ছড়িয়ে দিতে চাই । কোমলমতি শিশুদের কলকাকলিতে এই প্রাঙ্গন মুখরিত হবে। সমাজের শিক্ষাবিদ , চিন্তাবিদ , গুণীজন এবং সচেতন মহলের সুচিন্তিত পরামর্শের আলোকে “ নরদহি উচ্চ বিদ্যালয় “ সকলের নিকট সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। তাহলে সার্থক হবে আমাদের প্রচেষ্টা ।

মুহাম্মদ ছানোয়ার হোসেন

সভাপতি, নরদহি উচ্চ বিদ্যালয়।

 

গুরুত্বপূর্ণ লিঙ্ক


ডাউনলোড লিংক


যোগাযোগ করুন

ঠিকানা:নরদহি, সল্লা, কালিহাতী, টাঙ্গাইল

মোবাইল: +88 01309114303

ই-মেইল: 



0 1 1 6 3 1