Severity: Notice
Message: Undefined variable: ub
Filename: views/header.php
Line Number: 1127
অর্ধশতাব্দীর প্রাচীন নরদহি উচ্চ বিদ্যালয় আর্দশ নিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
“তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো নরদহি উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট।
এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেনে এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণকে নরদহি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।
মোঃ মজিবর রহমান
প্রধান শিক্ষক,
নরদহি উচ্চ বিদ্যালয়
.... Details
শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, নরদহি উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।
আব্দুলাহ আল ফারুক
সহকারী প্রধান শিক্ষক
নরদহি উচ্চ বিদ্যালয়।
.... Details
নরদহি গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি জনাব, মোঃ শাহজাহান মিঞা সাহেবের উদ্যোগে এবং অত্র গ্রামের চারজন ভূমি দাতা (ক) মরহুম করিম বকস্র সরকার (খ) মরহুম আজগর আলী ফকির (গ) মরহুম হাছেন আলী মন্ডল (ঘ) মরহুম নওজেশ আলী মন্ডল ও স্থানীয় সর্বস্তরের জন সাধারনের সার্বিক সহযোগিতায় ০১/০১/১৯৭৩ ইং তারিখে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন ২নং সল্লা ইউনিয়নের অন্তগর্ত নরদহি মৌজায় অবস্থিত, নরদহি গ্রামের এক মনোরম পরিবেশে নরদহি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ০১/০১/১৯৭৩ ইং তারিখে হইতে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ঢাকা মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ০১/০১/১৯৮৫ ইং তারিখ হইতে নবম শ্রেণি খোলার অনুমতি লাভ করে এবং ০১/০১/১৯৮৬ ইং তারিখ হইতে উচ্চ বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়। বিদ্যালয়টি সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে অত্র বিদ্যালয়ের এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
.... Details
সম্মানিত অভিভাবকবৃন্দ ।
আসসালামু আলাইকুম।
শিশুরা ফুলের মত পবিত্র তাদের প্রত্যেকের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে । উক্ত প্রতিভা বিকশিত করার জন্য সঠিক দিক নির্দেশনা একান্ত প্রয়োজন। বর্তমান বিশ্বের স্যাটেলাইট ও ডট - কমের অগ্রগতিতে বিশ্বায়নের জটিল এক জলস্রোতে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তরুণ ও যুব সমাজের কাছ থেকে কেড়ে নিচ্ছে উচ্ছ্বাসে আনন্দে উদীপ্ত হবার সরল বাসনা। বলা যায় , টিস্যু কালচারের অমিত শক্তির কাছে যেমন পরাজিত হচ্ছে পুষ্পের প্রাকৃতিক মৌলিক সৌরভ । তথাপি বিশ্বজুড়ে আজ অন্যায় ও অশান্তির কালো ধোঁয়ায় চেয়ে গেছে সব। আজকের এই বিশ্ব চূড়ান্ত সভ্যতার উৎকর্ষ লাভ করলে ও সারা বিশ্বেই যেন অশান্তি , অশৃঙলা , অরাজকতা ও পারস্পরিক শ্রদ্ধাহীনতা হিংস্রতা বিরাজমান । আমি মনে করি , মূলত আদর্শ আছে সেখানে উন্নত শিক্ষা পদ্ধতি নেই । শিশু , কিশোর , তরুণ ও যুব সমােজকে সময়ের এই অস্থির বাঁক থেকে ফিরিয়ে এনে চিরন্তন সুস্থ , সুন্দর , শাশ্বত জীবনে বোধ তৈরী করে দেবার দায়িত্ব শিক্ষকদের।
আর এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই বাংলা , ইংরেজি , ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমকালীন জ্ঞান বিজ্ঞান , তথ্য প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সেই অঙ্গিকার নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সুবাস সকল শিশুর মাঝে ছড়িয়ে দিতে চাই । কোমলমতি শিশুদের কলকাকলিতে এই প্রাঙ্গন মুখরিত হবে। সমাজের শিক্ষাবিদ , চিন্তাবিদ , গুণীজন এবং সচেতন মহলের সুচিন্তিত পরামর্শের আলোকে “ নরদহি উচ্চ বিদ্যালয় “ সকলের নিকট সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। তাহলে সার্থক হবে আমাদের প্রচেষ্টা ।
সভাপতি, নরদহি উচ্চ বিদ্যালয়।
.... Details
১ জানুয়ারী ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৬ মে ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
০৮ জুলাই ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৩ অক্টোবর ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
১ জানুয়ারী ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৬ মে ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
০৮ জুলাই ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৩ অক্টোবর ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
১ জানুয়ারী ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৬ মে ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
০৮ জুলাই ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৩ অক্টোবর ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
১ জানুয়ারী ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৬ মে ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
০৮ জুলাই ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
৩ অক্টোবর ২০১৮
২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি/সেশন ফি আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Copyright © 2019: digitalalo.com
Powerd By: Aloran IT Ltd