• EIIN NO : 114303
  • |
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined variable: ub

    Filename: views/header.php

    Line Number: 1127

    লগইন

নরদহি উচ্চ বিদ্যালয়

নরদহি, সল্লা, কালিহাতী, টাঙ্গাইল
  • আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আমাদের ওয়েবসাইটের কারিগরি মান উন্নয়নের কাজ চলছে। আমরা দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে ওয়েবসাইটিকে সম্পূর্ণরুপে কার্যকর করার জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি।

প্রধান শিক্ষকের বানী

Responsive image

অর্ধশতাব্দীর প্রাচীন নরদহি উচ্চ বিদ্যালয় আর্দশ নিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

“তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো নরদহি উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট।

এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেনে এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণকে নরদহি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

মোঃ মজিবর রহমান

প্রধান শিক্ষক,

নরদহি উচ্চ বিদ্যালয়

গুরুত্বপূর্ণ লিঙ্ক


ডাউনলোড লিংক


যোগাযোগ করুন

ঠিকানা:নরদহি, সল্লা, কালিহাতী, টাঙ্গাইল

মোবাইল: +88 01309114303

ই-মেইল: 



0 1 1 6 3 1